রবিবার ২ মার্চ ২০২৫ - ১৮:৩০
রমজান হলো দুনিয়াবি বন্দিদশা ও জাহান্নামের আগুন থেকে মুক্তির সুযোগ

সেমনান প্রদেশের জনগণের প্রতিনিধি ও নেতৃত্ব বিশেষজ্ঞ পরিষদের সদস্য হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ মাহদী মীরবাকেরী বলেছেন, মাহে রমজান হলো দুনিয়াবি বন্দীত্ব ও জাহান্নামের আগুন থেকে মুক্তির সুযোগ। তিনি বলেন, আমাদের অবশ্যই এই পবিত্র মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে।

হাওজা নিউজ এজেন্সি: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ মাহদী মীরবাকেরী এক সাক্ষাৎকারে বলেন, মাহে রমজান হলো জাহান্নামের আগুন থেকে মুক্তির সুযোগ। তিনি বলেন, সূরা বালাদ-এর ৭ থেকে ১০ নং আয়াতে উল্লেখিত হয়েছে যে, মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিভিন্ন চড়াই-উৎরাই অতিক্রম করতে হয়। এর মধ্যে একটি হলো রাসূলুল্লাহ (সা.)-এর মাধ্যমে, যিনি সমস্ত সত্য প্রত্যক্ষ করেছেন। 

তিনি আরও বলেন, সূরা বালাদ-এ বলা হয়েছে, "এবং একটি জিহ্বা ও দুটি ঠোঁট"। হাদীসে বর্ণিত হয়েছে যে, এই জিহ্বা হলো আমীরুল মুমিনীন আলী (আ.)। অর্থাৎ, রাসূলুল্লাহ (সা.) যা দেখেছেন, তা আমাদের কাছে পৌঁছানোর জন্য একটি মাধ্যম প্রয়োজন ছিল। আমরা সরাসরি তা গ্রহণ করতে পারতাম না। তাই এই চড়াই-উৎরাই অতিক্রম করার জন্য রাসূলুল্লাহ (সা.) এবং হযরত আলী (আ.)-এর মাধ্যম প্রয়োজন। 

সেমনান প্রদেশের প্রতিনিধি আরও বলেন, সূরা বালাদ-এ বলা হয়েছে, "এবং আমরা তাকে দুটি পথ দেখিয়েছি"। তাই ইমামগণ (আ.), যারা কুরআনের ব্যাখ্যাকারী, তারা রাসূলুল্লাহ (সা.) যা দেখেছেন তা আমাদের কাছে বর্ণনা করেছেন। এর মাধ্যমে মানুষকে চড়াই-উৎরাই অতিক্রম করতে হবে। কিন্তু "অতঃপর সে সেই কঠিন পথ অতিক্রম করেনি", অর্থাৎ মানুষ এখনও তা অতিক্রম করতে পারেনি। 

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মীরবাকেরী বলেন, ইমাম জাফর সাদিক (আ.)-কে জিজ্ঞাসা করা হয়েছিল এই কঠিন পথটি কী? তিনি উত্তরে বলেছিলেন, এটি হলো আমাদের বেলায়েত। যদি কেউ আমাদের বেলায়েত অর্জন করে, তবে সে এই কঠিন পথ অতিক্রম করেছে। তিনি জোর দিয়ে বলেন, দুনিয়া হলো ইমামের নৈকট্য অর্জনের সুযোগ এবং দুনিয়ার রিজিকও এটাই। 

তিনি আরও বলেন, ইমাম (আ.) বলেছেন, যদি কেউ ইমামের নৈকট্য অর্জন না করে, তবে সে আগুনের দাসে পরিণত হয়। কিছু লোক জাহান্নামের অধিবাসী এবং কিছু লোক জান্নাতের অধিবাসী। তাই যারা দুনিয়ার অহংকারী ও তাগুতের অনুসরণ করে, তারা জাহান্নামের অধিবাসী। 

সেমনান প্রদেশের প্রতিনিধি বলেন, পাপ হলো নিকৃষ্টতার বন্ধন এবং নিকৃষ্ট গুণাবলী হলো বন্দীত্ব ও আসক্তির শৃঙ্খল। তিনি বলেন, মাহে রমজান হলো দুনিয়ার ভালোবাসা থেকে নিজেকে মুক্ত করার সর্বোত্তম সুযোগ। তাই মানুষের উচিত প্রথমে নিজেকে মুক্ত করা এবং এই বন্ধন থেকে আল্লাহর ওলীদের নৈকট্য অর্জনের মাধ্যমে মুক্তি লাভ করা। 

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মীরবাকেরী মাহে রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, যতক্ষণ মানুষ দুনিয়ার ভালোবাসায় আবদ্ধ থাকবে, ততক্ষণ সে আল্লাহর ওলীদের সাথে সফর করতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন, মাহে রমজানের একটি বিশেষ রিজিক হলো এই যে, মানুষ তাগুতের আগুনের বন্দীত্ব থেকে মুক্তি পেতে পারে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha